দৌলতপুরে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামি রুদ্র বৈষ্ণব
তারিখ: ২৭-অক্টোবর-২০২৫
স্টাফ রিপোর্টার ॥

ঢাকার যাত্রাবাড়ি থানার বৈষম্য বিরোধী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি,  বানিয়াচং উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা রুদ্র বৈষ্ণব এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে? বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের হত্যা মামলার আসামি হওয়ার পরও তাকে গ্রেফতার না করায় এলাকাবাসীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
স্থানীয়দের অভিযোগ, বানিয়াচং উপজেলার দৌলতপুর ইউনিয়নের তেলগুরি গ্রামের হরিসুন্দর বৈষ্ণবের পুত্র ইউনিয়ন ছাত্রলীগ নেতা রুদ্র বৈষ্ণব আওয়ামী লীগ সরকারের সময় ক্ষমতাসীন দলের সংসদ সদস্য আব্দুল  মজিদ খানের ছত্রচ্ছায়ায় এলাকায় আধিপত্য বিস্তার করে বহু মানুষকে নির্যাতন করেছে? পতিত আওয়ামিলীগের আমলে সে এমপির দাপট দেখিয়ে দৌলতপুর এলাকার নিরীহ লোকদেরকে হয়রানি, মারধর ও চাঁদাবাজি, দখলবাজি করতেন।
অভিযোগ রয়েছে, রুদ্র বৈষ্ণব ফ্যাসিস্ট আমলে এলাকার সাধারণ মানুষের ওপর প্রভাব খাটিয়ে অন্যায়ভাবে বিভিন্ন ব্যক্তিকে মিথ্যা মামলায় জড়িয়েছেন? বিগত আওয়ামী লীগের শাসন আমলে বিভিন্ন অপকর্মে লিপ্ত হন রুদ্র? তবে সংসদ সদস্যের ঘনিষ্ঠ হওয়ায় প্রশাসনের লোকজন রুদ্রের অপরাধের ব্যাপারে মুখ খোলেনি। গত বছরের ৫আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলার ২০নং এজাহারভুক্ত আসামি রুদ্র বৈষ্ণব। এই মামলার প্রধান আসামি হলেন শেখ হাসিনা। শেখ হাসিনার সাথে হত্যা মামলার আসামি হয়েও তিনি এখনও প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন এবং পুরনো প্রভাব খাটানোর চেষ্টা করছেন। এতে আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে মানুষের ওপর অত্যাচার চালানো এই ছাত্রলীগ নেতাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। স্থানীয় সচেতন মহল বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হত্যা মামলার আসামি রুদ্র বৈষ্ণবকে গ্রেফতার করতে সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

প্রথম পাতা