স্টাফ রিপোর্টার ॥
চুনারুঘাট উপজেলার ঐতিহাসিক মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফে আগামী ১৪ জানুয়ারি বুধবার থেকে তিন দিনব্যাপী ৭০৫তম পবিত্র বাৎসরিক ওরস মোবারক শুরু হচ্ছে। পবিত্র ওরস শেষ হবে আগামী ১৬ জানুয়ারি শুক্রবার। জানা যায়, সিলেট পুণ্যভূমিতে শায়িত হযরত শাহজালাল (রহঃ)-এর ৩৬০ আউলিয়ার মধ্যে বহুল আলোচিত ব্যক্তিত্ব, প্রধান সেনাপতি ও তরফ রাজ্য বিজয়ী (মদনী) হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার (রহঃ) মদিনা শরীফে ১২৫০ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি বাগদাদ থেকে দিল্লিতে এসে সুলতান আলাউদ্দিন খিলজির অধীনে ফৌজি বিভাগে যোগদান করেন। তাঁর কামালিয়াতের পরিচয় পেয়ে শাহী সৈন্যবাহিনীর নেতৃত্বে সিলেট অঞ্চল বিজয়ের উদ্দেশ্যে তিনি রওনা দেন।
পথিমধ্যে সিলেট অঞ্চলে হযরত শাহজালাল ইয়েমনী (রহঃ)-এর সঙ্গে হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার (রহঃ)-এর সাক্ষাৎ হয়। এ সময় মুসলমানদের ওপর রাজা গৌড় গোবিন্দের অত্যাচারের সংবাদ পেয়ে তিনি শাহী সৈন্যদের সঙ্গে যোগদানে সম্মতি প্রকাশ করেন। ৭০৩ হিজরি তথা ১৩০৩ খ্রিষ্টাব্দে সিলেট অঞ্চল বিজয়ের পর তিনি তরফ রাজ্য জয় করেন। পরবর্তীতে ১৩০৪ খ্রিষ্টাব্দে মুড়ারবন্দ নামক স্থানে তরফ রাজ্যের শাসনকর্তা হিসেবে নিযুক্ত হয়ে বসতি স্থাপন করেন।
তিনি মৃত্যুর পূর্বে তাঁর দেহ মোবারক পূর্ব-পশ্চিমে দাফনের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তাঁর সঙ্গী-সাথিরা সে আদেশ মান্য না করে শরিয়তের বিধান অনুযায়ী উত্তর-দক্ষিণে দাফন করেন। দাফনের পর ৪০ কদম দূরে যাওয়ার সঙ্গে সঙ্গে অলৌকিকভাবে বিকট শব্দের মাধ্যমে মাজার শরীফ পূর্ব-পশ্চিম দিকে ঘুরে যায়। বর্তমানে তাঁর মাজার শরীফ পূর্ব-পশ্চিমে অবস্থিত রয়েছে।
আগামী ১৪ জানুয়ারি থেকে তিন দিনব্যাপী পবিত্র বাৎসরিক ওরসকে সামনে রেখে ইতোমধ্যে বিভিন্ন পণ্যের দোকানপাট ও কাফেলা বসানোর জন্য স্থান নির্ধারণ করা হচ্ছে। প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র বাৎসরিক ওরস সফল করার লক্ষ্যে দেশের বিভিন্ন স্থান থেকে জাতি-ধর্ম নির্বিশেষে হাজারো আশেকান ও ভক্তবৃন্দ চুনারুঘাট উপজেলার ঐতিহাসিক মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফে পূর্ব-পশ্চিমে শায়িত হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার (রহঃ)-এর পবিত্র বার্ষিক ওরসে অংশগ্রহণ করবেন।