আজমিরীগঞ্জে এলপিজি গ্যাস মজুদ ও অতিরিক্ত মূল্য রাখায় ভ্রাম্যমান আদালতের জরিমানা
তারিখ: ৯-জানুয়ারী-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

 আজমিরীগঞ্জে এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ ও অতিরিক্ত দাম আদায়সহ নানা অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার গ্যাসের মুল্য স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসন আজমিরীগঞ্জ বাজারে এই অভিযান চালায়। এসময় সিলিন্ডার মজুদ ও অতিরিক্ত দাম আদায়সহ নানা অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ৯ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা প্রশাসন জানায়- জনস্বার্থে এমন অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে। প্রসঙ্গত- গেল কয়েকদিন যাবত জেলার বিভিন্ন হাট বাজারে বেড়েছে গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীদের দৌরাত্ম। সিন্ডিকেটের মাধ্যমে বাজার থেকে উধাও হয়ে গেছে সিলিন্ডার। যা নিয়ে চরম হতাশা দেখা দিয়েছে ভোক্তাদের মধ্যে।  

প্রথম পাতা