হবিগঞ্জ ও মৌলভীবাজার সীমান্ত এলাকায় পৃথক অভিযানে মাদক ও চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে ৪৪ বোতল ভারতীয় মদ ও ৯০ কেজি বাংলাদেশী রাবার উদ্ধার করা হয়েছে। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৮ হাজার টাকা।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এর অংশ হিসেবে ৮ জানুয়ারি সকালে চুনারুঘাট উপজেলার বাল্লা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় একটি টহলদল অভিযান চালায়। টহল চলাকালে সীমান্ত থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোয়াইফ্রন্ট এলাকায় ভারত থেকে আসা সন্দেহজনক একদল চোরাকারবারীকে দেখতে পায় বিজিবি সদস্যরা। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তাটি তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
এদিকে, এর আগের দিন ৭ জানুয়ারি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বিওপির একটি বিশেষ টহলদল দুপুর দেড়টার দিকে সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুঞ্জবন এলাকায় অভিযান চালায়। এ সময় ভারতে পাচারের উদ্দেশ্যে রাখা মালিকবিহীন ৯০ কেজি বাংলাদেশী রাবার ও একটি বাইসাইকেল জব্দ করা হয়।
জব্দকৃত ভারতীয় মদ আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং বাংলাদেশী রাবার কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে মাদক ও চোরাচালানের সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।