জনসভার মঞ্চে মাগরিবের নামাজ পড়লেন তারেক রহমান
তারিখ: ২৩-জানুয়ারী-২০২৫
আখলাছ আহমেদ প্রিয় ॥

 শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে নির্বাচনী জনসভার মঞ্চে নামাজ পড়লেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলীয় নেতা-কর্মীদের নিয়ে তিনি জামায়াতের সাথে মাগরিবের নামাজ পড়েন। এর আগে তিনি  সিলেটে নির্বাচনের প্রচারণা শুরু করে মৌলভীবাজার  হয়ে হবিগঞ্জে পৌঁছেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে আয়োজিত জনসভার মঞ্চে ওঠেন। দিনভর মাঠের উত্তর পাশে তৈরি করা অস্থায়ী রাস্তা দিয়ে জেলার নয়টি উপজেলা, ছয়টি পৌরসভা ও ৭৮টি ইউনিয়ন থেকে মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা মাঠে প্রবেশ করেন। তাদের মাথায় তারেক রহমানের ছবি সংবলিত ক্যাপ, হাতে দলীয় পতাকা ও রঙিন ফেস্টুন দেখা যায়। হাজারো নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে শায়েস্তাগঞ্জের মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। মাঠের চারপাশে পুলিশ, গোয়েন্দা সংস্থা, ফায়ার সার্ভিস ও আনসার সদস্যদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পাশাপাশি গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও গুম হওয়া পরিবারের সদস্যদের জন্য মঞ্চের দক্ষিণ পাশে আলাদা একটি মঞ্চ প্রস্তুত করা হয়। তারেক রহমানকে এক নজর দেখতে লাখো মানুষের ঢল নামে।