হবিগঞ্জ চৌধুরী বাজার থেকে পৌর বাস টার্মিনাল পর্যন্ত ডা. সরওয়ারের গণসংযোগ
তারিখ: ২৩-জানুয়ারী-২০২৬
প্রেস বিজ্ঞপ্তি ॥

 হবিগঞ্জ-৩ আসনের বৃহত্তর সুন্নি জোট সমর্থিত ও মোমবাতি প্রতীকে মনোনীত সংসদ সদস্য প্রার্থী, ক্যান্সার গবেষক ডা. এস এম সরওয়ার গতকাল হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকা থেকে পৌর বাস টার্মিনাল পর্যন্ত ব্যাপক গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন।
গণসংযোগকালে ডা. এস এম সরওয়ার সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। পথচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে তিনি তার নির্বাচনী বার্তা পৌঁছে দেন।
এ সময় ডা. এস এম সরওয়ারের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, বাংলাদেশ ইসলামী যুবসেনা ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার নেতৃবৃন্দসহ বৃহত্তর সুন্নি জোটের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
গণসংযোগ চলাকালে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। অনেকেই মোমবাতি প্রতীকের প্রতি সমর্থন প্রকাশ করেন এবং ডা. এস এম সরওয়ারের সঙ্গে কুশল বিনিময় করেন।
গণসংযোগ শেষে ডা. এস এম সরওয়ার বলেন, তিনি রাজনীতিকে মানুষের সেবার মাধ্যম হিসেবে দেখেন এবং নির্বাচিত হলে হবিগঞ্জ-৩ আসনের সার্বিক উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার করেন।