আজমিরীগঞ্জে অবৈধভাবে নিরীহ ব্যক্তিদের জমি দখল ও জোরপুর্বক জায়গা অর্থ আত্মসাৎয়ের অভিযোগ আলমাছ মিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তিনজন ভুক্তভোগী। গত বুধবার (২১ জানুয়ারি) মিরা রানী রায় (৬০) ও কৌশিক রায় (৫২) নামে দুই ভুক্তভোগী বাদী হয়ে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ এনে আজমিরীগঞ্জ থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেন। এর আগে সুমন রায় নামে আরও একজন জায়গা বিক্রির পর প্রায় দুই লক্ষাধিক টাকা না দেয়ার অভিযোগ এনে আলমাছ মিয়ার বিরুদ্ধে আরেকটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত আলমাছ মিয়া ইটনা উপজেলার মৃত ইদ্রিস আলীর পুত্র। বর্তমানে সে পৌর সদরের ভাটী সমিপুর এলাকার বাসিন্দা।
দায়েরকৃত অভিযোগ সুত্রে জানা গেছে, আলমাছ মিয়া ভুয়া দলিল তৈরি করে এবং নিজের পেশি শক্তি ব্যবহার করে জোরপুর্বক তাদের ক্রয়কৃত ও সমিতির সদস্যদের জমি হাতিয়ে নেয়ার পায়তারা করছেন। এতে বাঁধা দিলে আলমাছ মিয়া তাদের সাথে অসদাচরণ করেন এমনকি তাদের বিভিন্নভাবে হুমকি প্রদান করে আসছেন।
এছাড়া সুমন রায়ের দায়েরকৃত অভিযোগ সুত্রে জানাগেছে, নিজের মৌরসী সম্পত্তি আলমাছ মিয়ার কাছে ২ লক্ষ ৮০ হাজার টাকায় বিক্রি করলেও ১ লক্ষ ৮০ হাজার টাকা আলমাছ মিয়া সুমন রায়কে না দিয়ে বিভিন্ন টালবাহানা শুরু করেন। এনিয়ে একাধিকবার শালিসের তারিখ নির্ধারণ করা হলেও আলমাছ মিয়া সেই শালিস এড়িয়ে যান।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত এর আগেও বিভিন্ন ভুমি সংক্রান্ত ও অন্যান্য মামলায় একাধিক বার কারাগারে যান আলমাছ মিয়া।