শিকারপুরে মসজিদের টাকা আত্মসাত নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত ৫০
তারিখ: ২৩-জানুয়ারী-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের শিকারপুর গ্রামে মসজিদের টাকা আত্মসাতের ঘটনায় দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন হয়েছে। দফায় দফায় সংঘর্ষে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ সংঘর্ষ হয়। এতে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট হয়। 
গুরুতর আহত অবস্থায় টেটাবিদ্ধ রফিক মিয়া, সাঈদ মিয়া, সাইদুর রহমান, সালাম মিয়া, মন্নান মিয়া, তোফাজ্জল, মতলিব ও রুহুল আমিন, জামাল মিয়া, রফিক মিয়া, আন্নর মিয়া, লাল মিয়া, জালাল মিয়াসহ অনেককে হাসপাতালে ভর্তি করা হয়।
আহত সূত্রে জানা যায়, শিকারপুর জামে মসজিদ সংস্কারের জন্য ৪ লাখ টাকা সাবেক এমপি আবু জাহির বরাদ্দ দিয়েছিলেন ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি তাহিদ উল্লার কাছে। কিন্তু সে মসজিদ সংস্কার না করে আত্মসাত করে। এ নিয়ে দীর্ঘদিন ধরে মসজিদের সভাপতি আব্দুল মন্নান, বিএনপি নেতা হাজী তারা মিয়ার সাথে তাহিদ উল্লার লোকজনের মাঝে উত্তেজনা চলছিলো। গতকাল ওই সময় দেশীয় অস্ত্র নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।