বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ৩ দিনব্যাপী বৈশাখী মেলা
তারিখ: ১৭-এপ্রিল-২০১৪
স্টাফ রিপোর্টার ॥

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো হবিগঞ্জ পৌরসভার ৩ দিনব্যাপী বৈশাখী মেলা। ১৪২১ বঙ্গাব্দের প্রথম দিনে উৎসাহ উদ্দীপনায় পৌরভবন প্রাঙ্গনে শুরু হওয়া এই মেলার সমাপনী হয় গতকাল বুধবার। সমাপনী দিনের সন্ধ্যায় পৌরমঞ্চে মেয়র আলহাজ্ব জি, কে গউছের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা বৈশাখী উৎসব পালন করি। তিনি বৈশাখী উৎসবের উদারতা ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারন করার জন্য তরুন প্রজন্ম ও রাজনৈতিক কর্মীদের প্রতি আহবান জানান। মেয়র আলহাজ্ব জি, কে গউছ তার বক্তব্যে রাজনৈতিক, সামাজিক ও পারিবারিক জীবনে দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে নিজ নিজ দায়িত্ব পালন করে দেশকে একটি সুখি সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করতে সকলের প্রতি আহবান জানান। তিনি হবিগঞ্জ পৌরসভার বৈশাখী উৎসবে স্বতঃস্ফুর্ত সহযোগিতা ও অংশগ্রহনের জন্য পৌরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর নিখিল চন্দ্র ভট্টাচার্য্য, প্রফেসর ইকরামূল ওয়াদুদ, কবি তাহমিনা বেগম গিনি, সহযোগী অধ্যাপক ইলিয়াছ বখত চৌধুরী জালাল ও পৌর সচিব নুর আজম শরীফ। স্বাগত বক্তব্য রাখেন পৌরকাউন্সিলর ও উৎসব কমিটির আহবায়ক সালমা আক্তার চৌধুরী। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে লোকসঙ্গীতসহ বিভিন্ন পর্ব মেলা প্রাঙ্গনের দর্শকবৃন্দের ব্যাপক প্রশংসা কুড়ায়। সমাপনী দিনেও মেলার ষ্টলগুলোতে ছিল দর্শনাথীদের উপচেপড়া ভিড়।

প্রথম পাতা