বাহুবলে সাবেক সেনা সদস্য টেনু হত্যা কারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন
তারিখ: ১৩-অক্টোবর-২০১৭
স্টাফ রিপোর্টার ॥

বাহুবলে সাবেক সেনা সদস্য সাজিদুর রহমান টেনু হত্যাকারীদের ফাঁসির দাবীতে বিশাল মানববন্ধন করেছে ‘বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থা’বাহুবল উপজেলা শাখা। গতকাল বৃহস্পতিবার বিকেলে বাহুবল মডেল থানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন ‘বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থা’বাহুবল উপজেলা শাখার সভাপতি শাহ মোঃ তমিজ আলী। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ খালেদ আখঞ্জীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন সহ-সভাপতি শ্রী ভবেশ বর্মা, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শামছুদ্দিন, অর্থ-সম্পাদক হাজী মোঃ আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ রাজা মিয়া, ক্রীড়া সম্পাদক মোঃ জয়নাল আবেদিন, মোঃ আব্দুস শহীদ, মোঃ আব্দুস সবুর বাচ্চু, প্রাক্তন সৈনিক মোঃ বাচ্চু মিয়া (নেভী), আব্দাকামাল গ্রামের মোঃ সিজিল মিয়া, মোঃ আব্দুল মজিদ, মোঃ এখলাছ মিয়া, মিরপুর ইউনিয়ন বি.এন.পি’র সাংগঠনিক সম্পাদক মোঃ হায়দার আলী শিকদার, উপজেলা ছাত্রদলের ১ম সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ সিরাজুল ইসলাম জুয়েল, যুবদল নেতা হারুনুর রশিদ, ছাত্রনেতা ফরিদ আখঞ্জী, মিরপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তোফায়েল আহমেদ রাসেল, সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক উস্তার তালুকদার রানা, মিরপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মনর খান, ছাত্রনেতা কাশেম, সুজন, আফজল প্রমূখ।

মানববন্ধনে বক্তারা, সাবেক সেনা সদস্য সাজিদুর রহমান টেনু হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করে আদালতের মাধ্যমে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন। এদিকে, মানববন্ধনের পূর্বে এক বিক্ষোভ মিছিল বাহুবল সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। মিছিলে এলাকার শত শত মানুষ অংশগ্রহণ করেন।

উলে¬খ্য, গত ৫ অক্টোবর বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ আদালতে যাওয়ার পথে উপজেলার আদিত্যপুর নামকস্থানে একদল দুর্বৃত্ত সাবেক সেনা সদস্য সাজিদুর রহমান টেনু (৫০) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মম ভাবে হত্যা করে। নিহত টেনু মিয়া উপজেলার পুটিজুরি ইউনিয়নের আব্দাকামাল গ্রামের আফতাব মিয়ার পুত্র।

এ ঘটনার পর গত ৭ অক্টোবর ৩৪ জনকে আসামী করে বাহুবল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী রাহেলা খাতুন। ঘটনার পর উপজেলার আব্দাকামাল গ্রামের কাছন মিয়ার পুত্র ছোট মিয়াকে গ্রেফতার করে পুলিশ। মামলার উলে¬খ যোগ্য আসামীরা হল, উপজেলার দেবীপুর গ্রামের দরবেশ আলীর পুত্র শফিক মিয়া, আজিজুল ও লুৎফুররহমান, একই গ্রামের আব্দুন নুরের পুত্র পাকু মিয়া, আদিত্যপুর গ্রামের দেওয়ান মিয়ার পুত্র মাসুক মিয়া, একই গ্রামের আছকির মিয়ার পুত্র আব্দুল হাই ও জিতু মিয়ার পুত্র পুলক মিয়া।

প্রথম পাতা