মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ঝটিকা অভিযান ॥ মিরপুরে বিপুল পরিমান নিষিদ্ধ ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার
তারিখ: ১৩-অক্টোবর-২০১৭
জাকারিয়া চৌধুরী ॥

বাহুবল উপজেলার মিরপুর বাজারে ঝটিকা অভিযান পরিচালনা করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। এসময় বিপুল পরিমান নিষিদ্ধ ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ইন্সপেক্টর খায়রুল আলম ও এসআই সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল সিপাহী গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর ভিতর বাজার এলাকার ছাবেদ আলীর বাড়ির ৪র্থ তলায় অভিযান চালায়। এসময় তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল, চুনারুঘাট উপজেলার কালিচং গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুল মোতাল্লিব প্রকাশ জলফু মিয়া (৩০), বাহুবল উপজেলার পূর্ব জয়পুর গ্রামের মুত আব্দুস ছোবান মিয়ার ছেলে শামসু মিয়া (৩৫), শায়েস্তাগঞ্জ থানার সাবাজপুর এলাকার মোঃ লাল মিয়ার ছেলে নিশাত মিয়া (২৪), মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার টিকরিয়া (কুমিল্লাপাড়া) এলাকার ইদ্রি মিয়ার ছেলে রমজান মিয়া (৩০), বাহুবল উপজেলার জাঙ্গালিয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে মোঃ ইমাম উদ্দিন (৩২), একই উপজেলার সিংহনাথ গ্রামের আব্দুল হকের ছেলে কাজল মিয়া (৩৮) ও দৌলতপুর গ্রামের মৃত আব্দুস শহিদের ছেলে আব্দুল হান্নান (৪০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত মাদক ব্যবসায়ীদের প্রায় ১৪শত ৯০ পিস ইয়াবাসহ হাতে নাতে গ্রেফতার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষ ৪৭ হাজার টাকা। তারা দীর্ঘদিন যাবত বাহুবল মিরপুরসহ জেলার বিভিন্ন স্থানে ইয়াবাসহ মাদকের সরবরাহ করে আসছিল। এ ব্যাপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এসআই সিদ্দিকুর রহমান জানান, আসামীদের মাদক আইনে মামলা দেওয়া হয়েছে। আজ শুক্রবার তাদেরকে আদালতের মাধ্যমে কারগারে প্রেরণ করা হবে। এছাড়াও তিনি আরও জানান, মাদকবিরোধী আমাদের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

প্রথম পাতা