বাহুবলে হাসনা রফিজ চৌধুরী ট্রাস্টের উদ্যোগে গরীব-অসহায় ছাত্র-ছাত্রীদের মধ্যে অর্থবৃত্তি প্রদান
তারিখ: ১২-জুন-২০১৮
প্রেস বিজ্ঞপ্তি ॥

বাহুবলে প্রবীণ রাজনীতিবিদ মরহুম রফিজ উদ্দিন চৌধুরীর (রাজা মিয়া) পরিবার কর্তৃক ”হাসনা রফিজ চৌধুরী ট্রাস্ট” গত বৃহস্পতিবার সকাল ১১টায় বাহুবল উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তিস্বরুপ নগদ টাকা অনুদান প্রদান করে। মেধাবী ও গরীব শিক্ষার্থীদের মাঝে নগদ ৫ হাজার টাকা করে মোট ১৫ জনকে বৃত্তি প্রদান করে। এছাড়া ট্রাস্টের পক্ষ থেকে মোট তিনটি মাদ্রাসায় ছাত্র-ছাত্রীর কল্যানে ব্যয় করার জন্য মোট ৪৫ হাজার টাকার চেক প্রদান করা হয়। বাহুবলে আলোচিত অগ্নিদগ্ধ সাদিয়া ও রুবিনার সুচিকিৎসার জন্যও নগদে দু’জনকে মোট ৬০ হাজার টাকা ট্রাস্টের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন ও উপজেলা চেয়ারম্যান এর মাধ্যমে তাদের অভিভাবকগণের হাতে হস্তান্তর করা হয়। উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ আব্দুন নুর মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ ইব্রাহিম মুন্সি, ফয়জাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসিত কুমার দেব, পুটিজুরী এসসি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পংকজ কান্তি গোপ, প্রাক্তন খেলোয়ার কল্যাণ সমিতির সভাপতি কাজী আলফু মিয়া, ট্রাস্টের প্রতিনিধি মোহাইমিনুর রহমান চৌধুরী শাওন ও সৈয়দ আজহারুল ইসলাম। ট্রাস্টের মূল উদ্যোক্তা ইউএসএ প্রবাসী শফিক চৌধুরীর লিখিত বক্তব্য পড়ে শোনান ফয়জাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বক্তব্যে ট্রাস্ট এর ভবিষৎ পরিকল্পনা ও কার্যক্রমের বর্ণনা দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শিক্ষক আব্দুল কাদির চৌধুরী বাবুল।

প্রথম পাতা