মদ বিক্রি ও নোংরা পরিবেশের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা ॥ শায়েস্তাগঞ্জে বিপুল পরিমাণ ফরমালিনযুক্ত আম ও ফল ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত
তারিখ: ১২-জুন-২০১৮
জাকারিয়া চৌধুরী ॥

শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় ফল ব্যবসায়ীদের আম পরীক্ষা করে ২০ কেজি আম ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় বিপুল পরিমাণ পচা আম, আপেল, খেজুর ও আঙ্গুরও ধ্বংস করা হয়। ম্যাজিস্ট্রেট এর উপস্থিতি দেখতে পেয়ে দোকান খোলা রেখেই সকল ব্যবসায়ীরা পালিয়ে যায়। গতকাল সোমবার বিকেলে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুয়েল সাংমা ্এবং রিগান চাকমা এই অভিযান পরিচালনা করেন। একই অভিযানে ওই এলাকার দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট রুয়েল সাংমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ম্যাজিস্ট্রেট এর উপস্থিতি বুঝতে পেরে ফল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় তাদেরকে জরিমানা করা সম্ভব হয়নি। তবে ফরমালিনযুক্ত আম এবং পচা ফল ধ্বংস করা হয়েছে। তিনি আরও জানান, অভিযানকালে বিয়ার বিক্রির অভিযোগে বেঙ্গল ফুডকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও একই এলাকার সোনালী কনফেকশনারীকে (আলবারকা) কে ১৫ হাজার টাকা নোংরা পরিবেশে খাদ্য বিক্রির অভিযোগে জরিমানা করা হয়। এদিকে, জন স্বাস্থ্যের জন্য ক্ষতিক্ষর ও পচাবাসি ফলমুল কেউ যদি ফের বিক্রি করে তা হলে আবারও ওই এলাকায় অভিযান চালানো হবে জানান তিনি। অপরদিকে, নতুন ব্রীজ এলাকায় প্রকাশ্যে বিয়ার বিক্রির ঘটনায় ওই এলাকার সাধারণ মানুষদের মধ্যে আলোচনা শুরু হয়েছ। অনেকে আবার মাদক যারা বিক্রি করে তাদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা গ্রহন করা হয় তার দাবী জানান।

প্রথম পাতা