সদর উপজেলা আইনশৃংখলা সভায় এমপি আবু জাহির ॥ ঈদের আনন্দকে যাতে কেউ নিরানন্দ করতে না পারে সে ব্যাপারে প্রশাসনকে সজাগ থাকতে হবে
তারিখ: ১২-জুন-২০১৮
স্টাফ রিপোর্টার ॥

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা ও পুলিশ প্রশাসনকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি। সোমবার বেলা সাড়ে ১১টায় হবিগঞ্জ সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় তিনি এই আহবান জানান। এ সময় তিনি বলেন, পবিত্র রমজান মাসের শেষে আসছে একে অপরের সাথে আনন্দ ভাগাভাগির দিন ঈদুল ফিতর। এই আনন্দকে যাতে কেউ নিরানন্দে পরিণত করতে না পারে সে ব্যাপারে প্রশাসনকে তৎপর থাকতে হবে। তিনি আরো বলেন, সামনে বিশ্বকাপ খেলাকে ঘিরে যাতে কোনো ধরণের বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেদিকেও সকলকে দৃষ্টি রাখতে হবে। এছাড়া খেলার আনন্দ উপভোগের আড়ালে অপরাধীরা যাতে জুয়ার আসর জমাতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে পুলিশ প্রশাসনকে সজাগ থাকার পরামর্শ দেন এমপি আবু জাহির। আইন-শৃঙ্খলা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে যানজট নিরসনের সকল সমস্যা বের করে এর সমাধান, যত্রতত্র ময়লা-আবর্জনা এবং মালামাল রেখে চলাচলের প্রতিবদন্ধকতার সৃষ্টি, শহরে অবৈধ টমটম এবং পৌর এলাকায় ব্যাটারি চালিত অটোরিক্সা চলাচল বন্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও ঈদের দিনে ট্রাকে ছড়ে অথবা রাস্তার পাশে উচ্চস্বরে মিউজিক বাজাতে না পারে সেদিকে  দৃষ্টি রাখার জন্য পুলিশ প্রশাসনকে বলে দেয়া হয়। এতে অন্যান্যের মাঝে বক্তৃতা করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্জিনা বেগম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. আলমগীর খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন, ফরহাদ উদ্দিন আব্বাস, এনামুল হক শেখ কামাল, মোঃ আনু মিয়া, মাহবুবুর রহমান হিরো ও মোঃ মুখলিছ মিয়াসহ আইন-শৃঙ্খলা কমিটির সকল সদস্যবৃন্দ।

প্রথম পাতা