২৪ জুন মনোনয়ন পত্র দাখিল-২৬ জুন যাচাই বাচাই-৩ জুলাই প্রার্থীতা প্রত্যাহার ॥ আগামী ২৫ জুলাই আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচন
তারিখ: ১২-জুন-২০১৮
জাকারিয়া চৌধুরী ॥

আগামী ২৫ জুলাই আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের  উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন অফিসার মোঃ নাজিম উদ্দিন। তিনি জানান, আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ এর চেয়ারম্যান পদটি শূণ্য থাকায় এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর পূর্বে ২৪ জুন মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ, ২৬ জুন মনোনয়ন পত্র রিটার্নি অফিসার কর্তৃক যাচাই বাচাই ও ৩ জুলাই প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ধার্য করা হয়েছে। এদিকে, উপ-নির্বাচনকে সামনে রেখে উপজেলাবাসির মধ্যে বিরাজ করছে উৎসবে আমেজ। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে নানা কৌশলে নির্বাচনী প্রচার প্রচারণা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। প্রার্থীরাও তাদের প্রচারণায় দিন রাত ব্যস্ত সময় পাড় করছেন। দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় বড় দুই দল আওয়ামীলীগ ও বিএনপির প্রার্থী এখনও চুরান্ত না হলেও প্রার্থীরা তাদের দলীয় হাইকমান্ডের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। একটি বিশ্বস্থ সূত্র নিশ্চিত করেছে দলীয় টিকিট তাদেরই দেয়া হবে যারা দলের জন্য ত্যাগ স্বীকার করে নিরলস ভাবে সাধারণ মানুসের পাশে থেকে কাজ করেছেন। উল্লেখ্য, গত ৩০ এপ্রিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতর আলী ইন্তেকাল করেন। এর পর থেকেই পদটি শূণ্য হয়ে যায়।

প্রথম পাতা