হবিগঞ্জ পৌর খেলাফত মজলিসের ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ
তারিখ: ১২-জুন-২০১৮
প্রেস বিজ্ঞপ্তি ॥

আর্তমানবতার সেবায় খেলাফত মজলিস এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে দরিদ্রের মাঝে ঈদুল ফিতরের আনন্দ বয়ে দিতে পৌর খেলাফত মজলিস দরিদ্রদের সম্মানে ইফতার মাহফিল ও তাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণের আয়োজন করে। গতকাল সোমবার হবিগঞ্জ প্রেসক্লাবে পৌর সভাপতি মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি হারুনুর রশীদ এবং মাওলানা আজিজুর রহমান এর যৌথ পরিচালানায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা আবদুল বাসেত আজাদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলাফতভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হলে দেশে দরিদ্রতা ও বেকারত্ব দূর হবে। দেশ হবে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী। সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, বিশ্বাস না করলে সরকার যাকাত ভিত্তিক ও ইসলামী অর্থনৈতিকব্যবস্থা চালু করো দেখুক। তিনি আরো বলেন, বর্তমানে দেশে মাদকের যে ছয়লাভ তা থেকে মুক্তি পেতে হলে দেশের সরকার ও জনগণের মাঝে তাকওয়ার সৃষ্টি করতে হবে। আর এজন্য খেলাফতভিত্তিক রাষ্ট্রব্যবস্থার বিকল্প নেই। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির ব্যকস এর সভাপতি আলহাজ শামসুল হুদা, খেলাফত মজলিস জেলা সহ-সভাপতি অধ্যাপক ফিরোজুল ইসলাম চৌধুরী, প্রভাষক মুহাম্মদ আবদুল করিম, নুরুজ্জামান চৌধুরী, ভারপ্রাপ্ত সেক্রেটারি এড. সারওয়ার রহমান চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক এহতেশামুল হক শামীম, বায়তুলমাল সম্পাদক মাওলানা শিব্বির আহমদ, সদর থানা সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান কিবরিয়া, ছাত্র মজলিস জেলা সভাপতি শিব্বির আহমদ আবির, প্রভাষক নুরুল ইসলাম কোহিনুর, লুৎফুর রহমান সেকুল, মাওলানা আজিজুর রহমান, মুস্তাক আহমদ, মাওলানা ওবায়দুর রহমান প্রমূখ। বক্তারা সবাই ঐক্যবদ্ধ প্রয়াসে সমাজের দরিদ্রদের মুখে ঈদের আনন্দ ফুটিয়ে তোলার আহবান জানান।

প্রথম পাতা