বানিয়াচঙ্গে ভাসুরে লাথির আঘাতে গৃহবধূর মৃত সন্তান প্রসব
তারিখ: ১২-জুন-২০১৮
স্টাফ রিপোর্টার ॥

বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রামে ভাসুরের লাথির আঘাতে সাফিয়া খাতুন (২৫) নামে এক গৃহবধু মৃত পুত্র সন্তান প্রসব করেছে। এদিকে, ওই গৃহবধু জীবন সংকটাপন্ন হয়ে পড়েছে। গতকাল সোমবার সকাল ৯টায় এ ঘটনাটি ঘটে। ওই গৃহবধুর মা বাহুবল উপজেলার লামাতাসি ইউনিয়নের কাজিহাটা গ্রামের কসির উল্লাহর স্ত্রী আবেদা খাতুন জানান, প্রায় ৫ বছর আগে খাগাউড়া গ্রামের ছাউমনির পুত্র আব্দুল মন্নানের সাথে সাফিয়ার বিয়ে দেয়া হয়। বিয়ের পর থেকেই সাফিয়ার ভাসুর হোসেন আলী ও আব্দুল মন্নান সাফিয়াকে যৌতুকের জন্য মারপিট করে। বিভিন্ন সময় সাফিয়ার মা আবেদা খাতুন উপটোকন হিসেবে সামগ্রী দেয়। সম্প্রতি সাফিয়া ৯ মাসের অন্তঃসত্তা। গতকাল ওই সময় ভাসুর হোসেন আলী সাফিয়াকে যৌতুকের জন্য লাথি মারে। এতে সাফিয়া জ্ঞান হারায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করলে সে একটি মৃত পুত্র সন্তান জন্ম দেয়। এদিকে, এ রিপোর্ট লেখা পর্যন্ত সাফিয়ার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

প্রথম পাতা