আজ পবিত্র শবেকদর
তারিখ: ১২-জুন-২০১৮
কাঊছার আহমেদ টিপু ॥

আজ দিবাগত রাতে পবিত্র শবেকদর। ধর্মপ্রাণ মুসলমানদের কাছে এ রাত হাজার রাতের চেয়ে পুণ্যময়। মানবজাতির জন্য অত্যন্ত বরকতময় ও পুণ্যময় রজনীতে ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত বন্দেগি করে কাটান। পবিত্র রমজান মাসে লাইলাতুল কদরে মহাপবিত্র আল কোরআন নাজিল হয়েছিল। তাই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানগণ সারারাত ইবাদত বন্দেগীতে মশগুল থাকবেন। এ রাতে মুসলমানগণ নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আসকার, দোয়া, মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাত করবেন। এ উপলক্ষে হবিগঞ্জের সকল মসজিদে মসজিদে দিন ও রাতব্যাপী ওয়াজ মাহফিল, ধর্মীয় বয়ান ও আখেরি মোনাজাতের আয়োজন করা হবে। পবিত্র শবেকদর উপলক্ষে বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শবেকদরের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে ওয়াজ ও মিলাদ মাহফিল এবং বাদ মাগরিব (ইফতারের পরে) পবিত্র শবেকদরের প্রাক বয়ান অনুষ্ঠানের আয়োজন করেছে।

প্রথম পাতা