বানিয়াচং প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
তারিখ: ১২-জুন-২০১৮
স্টাফ রিপোর্টার ॥

বানিয়াচংয়ের ইউএনও মো.মামুন খন্দকার বলেছেন, সাংবাদিকরা সমাজের দিকপাল। তাদের ক্ষুরদার লেখনি দ্বারা মানুষের আশা-আকাঙ্খা ও সুখ-দুঃখের প্রতিফলন ঘটে। সাংবাদিক ও প্রশাসনসহ সকলে মিলে কাজ করলে সমৃদ্ধ বানিয়াচং গড়ে তোলা সম্ভব। বিশেষ করে ঈদ ও বিশ্বকাপ ফুটবল খেলার সময় যেন গ্রাম্যদাঙ্গাসহ অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে সাংবাদিকদের বিশেষ খেয়াল রাখার আহবান জানান। সোমবার মাধ্যমিক শিক্ষা অফিস মিলনায়তনে বানিয়াচং প্রেসক্লাব আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রেসক্লাব সভাপতি হেমায়েত আলী খানের সভাপতিত্বে ও সেক্রেটারি তোফায়েল রেজা সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ আকুঞ্জী, থানার ওসি মোজাম্মেল হক, উপজেলা প্রকৌশলী আল নুর তারেক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানা, পিআইও প্লাবন পাল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি উপাধ্যক্ষ আতাউর রহমান, রিপোর্টাস ইউনিটি সভাপতি যুদ্ধাহত মুতিক্তযোদ্ধা শেখ নমীর আলী, মাধ্যমিক শিক্ষা অফিসের এসিস্ট্যান্ট প্রোগ্রামার সবিনয় ভূষণ পাল। এসময় বক্তব্য দেন সাংবাদিক আজিমুল হক স্বপন, আবদুল হক মামুন, মখলিছ মিয়া, দেওয়ান শোয়েব রাজা, আশিকুর ইসলাম, শিব্বির আহমদ আরজু, রায়হান উদ্দিন সুমন, জসিম উদ্দিন, আবদাল মিয়া, দিলোয়ার হুসেন, আতাউর রহমান মিলন প্রমূখ।

প্রথম পাতা