নবীগঞ্জে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করলেন এমপি কেয়া চৌধুরী
তারিখ: ২৩-জুন-২০১৮
স্টাফ রিপোর্টার ॥

নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের কসবা ও দীঘলবাক গ্রামের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন এমপি কেয়া চৌধুরী। গতকাল শুক্রবার পরিদর্শনকালে এমপি কেয়া চৌধুরী বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারে সাথে কথা বলেন। এ সময় এলাকাবাসী দাবী করেন বন্যা থেকে রেহাই পেতে স্থায়ীভাবে একটি উপায় বের করে দেওয়ার জন্য। এ দাবীর প্রেক্ষিতে এমপি কেয়া চৌধুরী বলেন, সঠিকস্থানে স্লুইস গেট নির্মাণ করা প্রয়োজন। আর খালগুলো খনন রাখতে হবে। কোনভাবেই জলাশয় ভরাট করা চলবে না। স্লুইস গেট নির্মাণে তিনি দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। তিনি বলেন, বর্তমান জননেত্রী শেখ হাসিনা সরকার বন্যা মোকাবেলায় দ্রুত ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে। কাউকে না খেয়ে থাকতে হচ্ছে না। এ সময় দীঘলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুজাত চৌধুরীসহ আওয়ামী লীগের তৃণমূলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রথম পাতা