বানিয়াচঙ্গের কাগাপাশায় পূর্ব শত্র“তার জের ॥ ব্যবসায়ীকে ডেকে নিয়ে বেধড়ক পেটালেন চেয়ারম্যান এরশাদ
তারিখ: ২৩-জুন-২০১৮
স্টাফ রিপোর্টার ॥

বানিয়াচং উপজেলার কাগাপাশায় মোঃ সাবাজ মিয়া নামে এক জলমহাল ব্যবসায়ীকে বেধড়ক পেটালেন চেয়ারম্যান এরশাদ আলী ও তার লোকজন। এ ঘটনায় গুরুতর আহত সাবাজ মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাবাজ মিয়া চমকপুর গ্রামের হাজী আব্দুল লতিফের পুত্র। তিনি একতা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য। আহত সাবাজ মিয়ার স্বজনরা অভিযোগ করে জানান, চেয়ারম্যান এরশাদ আলী নির্বাচিত হওয়ার পর থেকে এলাকায় অনিয়ম, দূর্নীতি, অর্থ আত্মসাৎ সহ না-না অপকর্মের সাথে জড়িয়ে পড়েছেন। এসব বিষয়ে কেউ প্রতিবাদ করলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করাসহ মামলা-মোকদ্দমা দিয়ে ফাঁসিয়ে দেয়া হয়। এরই ধারাবাহিকতায় মোঃ সাবাজ মিয়া (৪৮)কে গতকাল শুক্রবার সন্ধ্যায় পরিষদে ডেকে নেন চেয়ারম্যান এরশাদ আলী। এসময় সেখানে পূর্ব থেকে উৎপেতে থাকা চেয়ারম্যান এরশাদ আলীর ভাই কাশেম, ভাতিজা ট্যারা রুবেলসহ কতিপয় ব্যক্তি সাবাজ মিয়ার উপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে তাদের বেধড়ক মারপিটে গুরুতর ভাবে আহত হন সাবাজ। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।

এদিকে, ঘটনার খবর পেয়ে বানিয়াচং থানার  এসআই ফিরোজুল ইসলাম ও বিশ্বজিৎ এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এবিষয়ে আহত সাবাজ মিয়ার ভাই মোঃ সাইফুর রহমান কবির অভিযোগ করে বলেন, “চেয়ারম্যান এরশাদ আলীর বিরুদ্ধে ৩ লাখ ৮১ হাজার টাকার একটি আত্মসাৎ মামলা রয়েছে। মামলাটি জেলা গোয়েন্দা পুলিশে তদন্তাধীন অবস্থায় উল্লেখিত সময়ে আমার ভাই সাবাজ মিয়াকে ডেকে নিয়ে মামলা তুলে নেয়ার জন্য চাপ সৃষ্টি করে চেয়ারম্যান ও তার লোকজন। এতে সে অপারগতা পোষণ করলে তাকে নির্মমভাবে পিটিয়ে আহত করা হয়। এসময় হামলাকারীরা তার কাছে থাকা নগদ ৬৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়”।

প্রথম পাতা