আজমিরীগঞ্জে ঘন কূয়াসা ও কনকনে হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত
তারিখ: ১৪-জানুয়ারী-২০২০
আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥

আজমিরীগঞ্জে সোমবার সারাদিন আকাশে সূর্যের দেখা মিলেনি। আবহাওয়া ছিল কূয়াসাচ্ছন্ন। রাস্তায় চলাচলকারী টমটম, ট্রলি, ট্রাক, সিএনজি ও চান্দেরগাড়ি গুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। সন্ধ্যার পর উত্তর-পশ্চিম দিক থেকে কনকনে হিমেল হাওয়া বইতে শুরু করে। এর সাথে ঘন কূয়াসা ২০ গজ দূরের কিছু দৃশ্যমান হচ্ছে না। অনেককেই আগুন জ্বালিয়ে শরীর গরম করতে দেখা গেছে। কনকনে হিমেল হাওয়া শুরুর সাথে সাথে সন্ধ্যা ৭ টার দিকে চরবাজারের এ ছাড়া রাত ১০ টার পর টানবাজারের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। সন্ধ্যার পর বিশেষ করে ভাঁপা পিঠা, চটপটি, হালিম ও সিদ্ধ ডিম বিক্রি বেড়ে যায়। এদিকে রাস্তার পাশের চা'য়ের দোকানগুলোও ছিল সরগরম, অনেককে চা'য়ের কাপে চুমুক দিয়ে গাঁ গরম করতে দেখা গেছে। পুরান কাপড় বিক্রেতারা জানায়, গত বছরের তুলনায় এ বছর শীতের শুরুতে সবচেয়ে বেশি গরম কাপড় বিক্রি হয়েছে। গতকাল সোমবার রাত ১১ টায় আজমিরীগঞ্জে তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস।

প্রথম পাতা