ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন দেখা দিচ্ছে বিভিন্ন রোগ বালাই
তারিখ: ২৭-সেপ্টেম্বর-২০২১
স্টাফ রিপোর্টার \

 সারাদেশের ন্যায় হবিগঞ্জেও ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। গত ১ সপ্তাহ ধরে প্রচন্ড গরমে ডায়রিয়া, আমাশয়, নিউমোনিয়া, সর্দিা, কাশিসহ বিভিন্ন রোগ বালাই দেখা দিয়েছে। এসব রোগে আক্রান্ত হয়ে নারী, পুরুষ ও শিশুসহ প্রায় অর্ধশতাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মাঝে দুই শিশুসহ ৩ জন মারা গেছে। ভাদ্র শেষে আশ্বিন মাস শুরুর সাথে সাথেই সারাদেশের ন্যায় হবিগঞ্জেও ভ্যাপসা গরম শুরু হয়েছে। এতে অনেকেই ঘর থেকে গরমের কারণে বের হচ্ছেন না। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এমনকি বিভিন্ন ইলেক্ট্রিক সামগ্রী বিনষ্ট হয়ে গেছে। গতকাল শহরজুড়ে অনেকেই রাস্তায় লেবুর শরবত, ডাবসহ বিভিন্ন শরবত পান করছেন। হাসপাতালে গিয়ে দেখা গেছে, অতিরিক্ত রোগীর রয়েছে। তিল ধারণেই ঠাই নেই। ডাক্তার, নার্সরা চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন।