শহরে মুন জেনারেল হাসপাতালে প্রবাসি ডাক্তারের নাম পদবি ব্যবহার করে চিকিৎসা
তারিখ: ২৭-সেপ্টেম্বর-২০২১
মোঃ তৌহিদ মিয়া/ শাওন খান \

হবিগঞ্জ শহরের শায়েস্তানগরস্থ মুন জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে র‌্যাব। প্রবাসী চিকিৎসকের নাম-পদবি ব্যবহার করে চিকিৎসা করার অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষ ও এক চিকিৎসককে জরিমানা করা হয়েছে। গতকাল রোববার দুপুরে র‌্যাব-৯-এর হবিগঞ্জ ক্যাম্পের সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন। ওই চিকিৎসকের নাম তাসনিম সুলতানা। তিনি প্রবাসী এক গাইনি চিকিৎক ডা. সামিয়া তাবাসসুমের নাম-পদবি ব্যবহার করে হাসপাতালে গাইনি চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। র‌্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের কমান্ডার নাহিদ হাসান জানান, তারা বিষয়টি গোপন সূত্রে জানতে পারেন যে ওই হাসপাতালে এক প্রবাসী চিকিৎসকের নাম-পদবি ব্যবহার করে চিকিৎসা দিচ্ছেন অপর একজন চিকিৎসক। পরে র‌্যাব সদস্যরা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সাথে নিয়ে হাসপাতালে অভিযান চালায়। এ সময় অভিযানে তাসনিম সুলতানার কাগজপত্র যাচাই-বাছাই করে জানতে পারা যায়, তিনি এমবিবিএস পাস করেছেন সবেমাত্র। কিন্তু ইন্টার্নশিপ না করে অন্যজনের নাম-পদবি ব্যবহার করে চিকিৎসা দিয়ে আসছেন। পরে তাসনিম সুলতানা বিষয়টি স্বীকার করেন। তাই ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ২৫ হাজার টাকা জরিমানা করেন এবং তা অনাদায়ে দুই মাসের কারাদন্ড দেন একই সাথে হাসপাতাল কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত রানা বলেন, তাসনিম সুলতানা অন্যজনের নাম-পদবি ব্যবহার করার অভিযোগে ডেন্টাল আইনে তাকে ২৫ হাজার টাকা জরিমান করা হয়েছে। সেই সাথে একটি মুচলেকা রাখা হয়েছে। তিনি বলেন, তার ইন্টার্নশিপসহ পূর্ণাঙ্গ কোর্স সম্পন্ন হলে তিনি পরবর্তী কার্যক্রম পরিচালনা করবেন। এদিকে, ইতিপূর্বেও মুন জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে ভূয়া ডাক্তারকে আটক করেছিল ভ্রাম্যমান আদালত। পরে যা নিয়ে হতাশা দেখা দেয় সাধারণ ভোক্তভোগী রোগীদের মধ্যে। তাই একের পর এক হাসপাতাল কর্তৃপক্ষের এমন প্রতারণার মাশুল দিতে হচ্ছে গ্রামগঞ্জ থেকে আসা রোগী ও তাদের স্বজনদের।