বিজয়ীদের সাথে জেলা প্রশাসকসহ ক্রীড়া সংস্থার শুভেচ্ছা বিনিময়
তারিখ: ২৩-মার্চ-২০২৩
প্রেস বিজ্ঞপ্তি \

 জাতীয় ইয়োগানসা স্পোর্টস চ্যাম্পিয়নশীপ-২০২২ এ বিজয়ী প্রতিযোগীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা প্রশাসক ইশরাত জাহান, হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বদরুল আলম, যুগ্ম-সম্পাদক মোঃ মহিউদ্দিন চোধুরী পারভেজ, এডভোকেট মোঃ আবু জাহির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এডভোকেট মোঃ আসাদুজ্জামান ও বাংলাদেশ ইয়োগা এসোসিয়েশন হবিগঞ্জ শাখার জেলা প্রতিনিধি মোঃ জানে আলম চৌধুরীসহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ। এতে প্রধান অতিথি ছিলেন হাই কমিশন অফ ইন্ডিয়া’র ইন্দিরা গান্ধি কালচার সেন্টারের পরিচালক ম্রিনময় চক্রবর্তী, বিশেষ অতিথি ছিলেন হাই কমিশন অফ ইন্ডিয়া’র ইন্দিরা গান্ধি কালচার সেন্টারের ফাস্ট সেক্রেটারী শ্বতেষ ইয়াদব। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়োগা এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. হারুনসহ এসোসিয়েশনের অন্যান্য কর্মকর্তারা।
এর আগে হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার হয়ে এডভোকেট মোঃ আবু জাহির উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড় অংশগ্রহণ করে ২৪টি জেলার মধ্যে আসনিক ইয়োগা বালক, গ্রæফ-(১০-১৪ বছর)  মোঃ রকিবুল হাসান (গোল্ড) ১ম স্থান অর্জন করেন, রিদমেটিক ইয়োগা বালিকা গ্রæফ -(১০-১৪ বছর) মোছাঃ বদরুন্নাহার ইমা ও মোছাঃ সীমা আক্তার শিপু (সিলভার পদক) ২য় স্থান করেন, আটেস্টিক ইয়োগা বালিকা গ্রæফ -(১৪-১৮ বছর) সাদিয়া নওশীন ও লাকী আক্তার (তাম্র পদক) ৩য় স্থান অর্জন করেন,  আটেস্টিক ইয়োগা বালক গ্রæফ -(মুক্ত) শেখ মোঃ আব্দুস শহিদ ও  মোঃ নাঈম মিয়া (তাম্র পদক) ৩য় স্থান অর্জন করেন,  রিদমেটিক ইয়োগা বালক-গ্রæফ -(১৪-১৮ বছর) মোঃ রাহি আলম ও  মোঃ মোতালিব মিয়া (তাম্র পদক) ৩য় স্থান অর্জন করেন।
উল্লেখ্য, জাতীয় ইয়োগাসনা স্পোর্টস চ্যাম্পিয়নশিপ-২০২২ এ ২৪টি জেলার মধ্যে হবিগঞ্জ জেলার জন্য মোট ৯টি পদক অর্জন করে ১টি গোল্ড, ২টি সিলভার ও ৬টি (তাম্র পদক)।