নবীগঞ্জ প্রেসক্লাবের ২ সাংবাদিককে আসামী করায় নিন্দা ও প্রতিবাদ
তারিখ: ১-অগাস্ট-২০২৪
স্টাফ রিপোর্টার ॥

নবীগঞ্জ প্রেসক্লাবের দুই সদস্য অলিউর রহমান (অলি) ও মোঃ নাবেদ মিয়াকে গায়েবি মামলার আসামি করার জন্য নবীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ নিন্দা জানিয়েছে।  জানা যায়-নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সদস্য অলিউর রহমান (অলি) ও মোঃ নাবেদ মিয়াকে একটি নাশকতার  আসামী করা হয়। পুলিশ বাদী হয়ে মামলাটি বাহুবল থানায় দায়ের করা হয়। মামলায় আসামি করার জন্য গতকাল বুধবার প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম.এ আহমদ আজাদ ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে মামলা থেকে দুই সাংবাদিকের নাম প্রত্যাহারের দাবী জানান।

প্রথম পাতা