আজমিরীগঞ্জে সদ্য বিদায়ী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে এক কোটি টাকার মানহানির মামলা ,স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ
তারিখ: ১-অগাস্ট-২০২৪
স্টাফ রিপোর্টার ॥

আজমিরীগঞ্জ উপজেলার সদ্য বিদায়ী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে স্বেচ্ছাচারীতার অভিযোগ উঠেছে। ক্ষমতা বহির্ভূত ও সরকারের আইন অমান্য করে শিবপাশা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও পরিচালনা কমিটির বিরুদ্ধে তিনি মানহানিকর উক্তি প্রকাশ করে বেআইনি নোটিশ দেওয়ার কারণে শিবপাশা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সিনিয়র আইনজীবী এটিএম জিল্লুর রহমান চৌধুরী বাদী হয়ে আদালতে শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও জনৈক কালা মিয়ার বিরুদ্ধে এক কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন।  গতকাল বুধবার সিনিয়র জুডিশিয়াল হাকিম আদালত আজমিরীগঞ্জে এ মামলাটি দায়ের করেন। আদালত শুনানী শেষে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও জনৈক কালা মিয়ার বিরুদ্ধে মামলা আমলে নিয়ে তাদের বিরুদ্ধে সমন জারির আদেশ দেন। যার মামলা নং- সি.আর ৯০/২৪ইং।  মামলার বিবরনে জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলার মাধ্যমিক সদ্য বিদায়ী শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও জনৈক কালা মিয়া সাম্প্রতিক বিভিন্ন সময়ে আজমিরীগঞ্জের শিবপাশা উচ্চ বিদ্যালয়ের সভাপতি এডভোকেট এটিএম জিল্লুর রহমান চৌধুরী ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির বিরুদ্ধে ভূয়া ও ভিত্তিহীন বক্তব্য এবং মিথ্যা তথ্যের মাধ্যমে মানহানি করেছেন। বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন এডভোকেট গোলাম কবির, এডভোকেট আবুল আজাদ ও এডভোকেট সেলিম মিয়া।

প্রথম পাতা