নবীগঞ্জে সাবেক ইউপি সদস্য সাইদুর পর্তুগাল প্রবাসীর স্ত্রীকে নিয়ে পলায়ন
তারিখ: ১-অগাস্ট-২০২৪
নবীগঞ্জ প্রতিনিধি ॥

নবীগঞ্জে সাবেক ইউপি সদস্য সাইদুর রহমানের পর্তুগাল প্রবাসীর স্ত্রী শিউলী আক্তারকে নিয়ে পালিয়ে গেছে। এ নিয়ে এলাকালায় রসালো সমালোচানার ঝড় বইছে। ২ বছর প্রবাসীর হাসানের সাথে শিউলী আক্তার একই চাদের নিচে বসবাস করার পর ১ মাস পূর্বে সাবেক ইউপি সদস্য  সাইদুর  রহমান এর সাথে পরকিক্রিয়া প্রেমের টানে পালিয়ে গিয়ে  কোর্টের মাধ্যমে বিয়ে করেন। সাইদুর রহমান এর আগে আরো ৪টি বিয়ে করেছেন বলে জানা গেছে।

জানা যায়, মাইজগাঁও গ্রামের চান্দ উল্লার ছেলে হাসান জীবিকার তাগিদে পর্তুগাল  প্রবাসে চলে যান। হাসানের স্ত্রী পৌর এলাকার সালামতপুর গ্রামে সাইদুর রহমানের ফিসারীর পাশে একটি বাসায় তার  নানী ও মামা আব্দুল্লাকে নিয়ে বসবাস করতেন। সাইদুর রহমান তার ফিসারীতে মাছের খাদ্য এবং ওই এলাকায় বসবাস করতেন। এ সময় ফিশারী  ও বিভিন্ন বাজার সদাই নিয়ে যাতায়াত করতেন। এরই সুবাদে তাদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে উঠে । এক পর্যায়ে তাদের মধ্যে অবৈধ সম্পর্ক  জড়িয়ে পড়েন। বিষয়টি এলাকায় জানাজানি হলে সাবেক ইউপি সদস্য  সাইদুর রহমান প্রবাসী হাসানের স্ত্রীকে নিয়ে পলায়ন করেন। পলায়ন করে তারা কোর্টের মাধ্যমে বিয়ে করে জয়নগর এলাকায় একটি বাসায় বসবাস করেন। এ নিয়ে এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বইছে।  প্রবাসী হাসান এর নগদ টাকা, স্বর্ণ অলংকার  দামি আসবাবপত্র নিয়ে যাওয়ার ও অভিযোগ  রয়েছে। এ ব্যাপারে সাইদুর রহমানের সাথে ফোনে আলাপ করলে তিনি সরাসরি  আলাপ করবেন বলে ফোন কেটে দেন।

প্রথম পাতা