স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ রিচি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিমের অকাল মৃত্যুতে হবিগঞ্জ পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দোয়া, মিলাদ ও খাদ্য সামগ্রী বিতরণ। বুধবার বিকেলে শিরিষতলা টেনিস কোর্টে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রফেসার ইকরামুল ওয়াদুদ, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, হবিগঞ্জ চেম্বর অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, পৌরকাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটু, হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, হবিগঞ্জ ডায়াগনস্টিক এন্ড ক্লিনিক ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল বারী আউয়ালসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ও বিশিষ্ট রাজনীতিকবৃন্দ। মোনাজাত পরিচালনা করেন মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী। বক্তারা মরহুম আব্দুর রহিমের স্মৃতিচারন করেন। তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। অনুষ্ঠানের শেষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।