তদারকি নেই হাসপাতালের নিয়োজিত সমাজসেবা অধিদপ্তরের, শহরে অচেতন অবস্থায় বৃদ্ধ উদ্ধার
তারিখ: ১-অগাস্ট-২০২৪
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুরপাড়স্থ চাঁনমিয়া মসজিদ এলাকা থেকে ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।  গতকাল বুধবার দুপুরে রাস্তার পাশে ড্রেইনের উপর অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। এ সময় এসআই আজাদ হোসেন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়, পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা সেবা মিলেনি ওই বৃদ্ধ লোকের। যদিও দরিদ্র, অসহায় এবং অজ্ঞাত রোগীদের জন্য সদর হাসপাতালে সমাজসেবা অধিদপ্তর রয়েছে। তারা সার্বক্ষণিক এসব রোগীদের চিকিৎসা ও ঔষধ সরবরাহের কথা থাকলেও তাদের কোন হদিস পাওয়া যায়নি। তবে চিকিৎসা অবহেলায় ওই বৃদ্ধের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

প্রথম পাতা