মাদক ব্যবসায়ীকে ৫ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত
তারিখ: ২-অগাস্ট-২০২৪
স্টাফ রিপোর্টার \

হবিগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক ইয়াছির আরাফাত কবির মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে ৫ বছরের কারাদন্ড দিয়েছেন। সেই সাথে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। গত বুধবার দুপুরে এ দন্ডাদেশ দেন। কবির মিয়া হবিগঞ্জ পৌরসভার মাছুলিয়া এলাকার নিম্বর আলীর পুত্র। ২০১৫ সালে ডিবি পুলিশ কবির মিয়াকে ৭০ পিস ইয়াবা সহ গ্রেফতার করে। পরে সে জামিনে মুক্তি পায়। স্বাক্ষী প্রমাণ শেষে বুধবার এ দন্ডাদেশ প্রদান করা হয়। রায় প্রদানকালে আসামী উপস্থিত থাকায় সাজা পরোয়ানা বলে তাকে কারাগারে প্রেরণ করা হয়।