শায়েস্তানগরে ড্রেনের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন মেয়র
তারিখ: ২-অগাস্ট-২০২৪
স্টাফ রিপোর্টার \

 হবিগঞ্জ শহরের শায়েস্তানগর তেমুনিয়ায় পৌরসভার ড্রেনের উপর অবৈধভাবে দোকানপাট বসায় যানজট সৃষ্টিসহ বৃষ্টির পানি নিস্কাশন না হওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। গতকাল বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম ওই এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। এর আগেও তিনি একাধিকবার শায়েস্তানগর, পইল রোড ও বাজারের পশ্চিম দিকে অভিযান চালিয়ে ড্রেনের উপর অবৈধ স্থাপনাগুলি উচ্ছেদ করেন। কিন্তু কিছুদিন যেতে না যেতেই পুনরায় এসব অবৈধ স্থাপনা নির্মাণ করে এসব ব্যবসা চালিয়ে যাচ্ছে অবাধে। অভিযোগ রয়েছে এসব প্রতিষ্ঠানে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ রয়েছে। এতে সরকারের লাখ লাখ টাকার লোকসান হচ্ছে। এ রকম অভিযান পরিচালনা করার জন্য পৌরসভার মেয়রকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।