জামায়াত-শিবির আবারও তাদের চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছে
তারিখ: ২-অগাস্ট-২০২৪
স্টাফ রিপোর্টার \

বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির সাম্প্রতিকালে ফের তাঁদের চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছে বলে উল্লেখ করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। গতকাল সন্ধ্যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৯তম শাহদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দলীয় বিভিন্ন কর্মসূচি শেষে হবিগঞ্জ পৌর টাউন হল প্রাঙ্গণে আয়োজিত পথসভায় সভাপতির বক্তব্যে এ কথা উল্লেখ করেন।
প্রতিবারের ন্যায় এবারও শোকের মাসজুড়ে নানা কর্মসূচি হাতে নিয়েছে জেলা আওয়ামী লীগ। গতকাল প্রথম দিনে হবিগঞ্জ টেনিস ক্লাব মাঠে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গাছের চারা বিতরণ করা হয়। পরে শোকর‌্যালি বের হয়ে পৌর টাউন হলে এসে পথসভায় মিলিত হয়।
সেখানে আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, সাম্প্রতিক কর্মকাÐে স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের চরিত্রের বহিঃপ্রকাশ ঘটেছে। শিক্ষার্থীদের আন্দোলনে ঢুকে জামায়াত-শিবির সরকারি স্থাপনায় আক্রমণ করেছে; মানুষের তাজা প্রাণ কেড়ে নিয়েছে। এজন্য আইনী প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশে তাঁদের রাজনীতি নিষিদ্ধ হল।
পুরোনো সেই শকুনের দল দেশের রক্তেভেজা পতাকা আরেকবার খামচে ধরতে চায় উল্লেখ করে এমপি আবু জাহির বলেন, ‘এ পরিস্থিতিতে  চোখ-কান খোলা রেখে ও জাতির পিতার আদর্শ সামনে নিয়ে দেশের উন্নতির জন্য সকলকে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সন্তানদের সকল দাবি মেনে নিয়েছেন। তিনি আমাদের সন্তানদের উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ নিশ্চিত করেছেন। এ ধারাবাহিকতায় হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়সহ অনেক প্রতিষ্ঠান দিয়েছেন।’ 
বক্তব্যে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্য এবং কোটা সংস্কার আন্দোলনে আত্যহুতি দেওয়া শিক্ষার্থীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এমপি আবু জাহির। জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন। এতে আরও বক্তব্য রাখেন বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ, জেলা আওয়ামী লীগ সহ সভাপতি ডাঃ অসীত রঞ্জন দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ লুৎফুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুর রহমান, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি মোঃ আব্দুর রহমান, সাধারণ সম্পাদক কাউন্সিলর গৌতম কুমার রায়, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাডভোকেট ফয়জুল বশির চৌধুরী সুজন, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল আজাদ রাসেল, জেলা যুবলীগ সভাপতি আবুল কাশেম চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম মঈন উদ্দিন চৌধুরী সুমন, জেলা ছাত্রলীগ সভাপতি ডাঃ সাইফ ই রহমান তন্ময়।
কর্মসূচিতে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিল ও দোয়া শেষে মোনাজাত করা হয়।