বাহুবল উপজেলা পরিষদ সভাকক্ষে বাহুবলের সম্মানিত উলামায়ে কেরামদেরকে নিয়ে শোকের মাসের দোয়া সম্পন্ন করে বিকেল সাড়ে চারটায় সাতকাপন ইউনিয়নের সোয়াইয়া বাজারে ১৫ আগষ্ট উপলক্ষে শোক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি প্রধান অতিথি হিসেবে আগষ্ট মাসের শোক প্রকাশ করে সাতকাপন ইউনিয়নের জননেত্রী শেখ হাসিনার উপহারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাÐ তুলে ধরেন।
৩নং সাতকাপন ইউনিয়নে ২৫ লক্ষ ৩৮ হাজার টাকার উন্নয়ন কর্মকাÐগুলো- সোয়াইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার নির্মাণ (১ লক্ষ টাকা), জগৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মানের জন্য (৫২ হাজার টাকা), রতনখালি খাল হতে কান্ধুলিয়া বিল পর্যন্ত মাটি ভরাট (২ লক্ষ টাকা), মহব্বতপুর এলজিইডি রাস্তা হতে করাঙ্গী বাঁধ পর্যন্ত মাটি ভরাট (২ লক্ষ টাকা), মহব্বতপুর এলজিইডি রাস্তা হতে মহব্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত গাইড ওয়াল ও মাটি ভরাট (২ লক্ষ টাকা), বক্তারপুর বাজার হতে ফুলমিয়ার বাড়ি পর্যন্ত ইট সলিং (৩ টন চাল, ১ লক্ষ ২০ হাজার টাকা), সোয়াইয়া বাজার থেকে সোয়াইয়া স্কুল পর্যন্ত রাস্তা গাইড ওয়াল ও মাটির রাস্তা নির্মাণ (১ লক্ষ টাকা), বকুলপুর থেকে হাওরমুখি রাস্তা মাটি দ্বারা উন্নয়ন (২ লক্ষ টাকা), করিমপুর টমটম স্টেশনের পাঞ্জেখানা মসজিদ উন্নয়ন (৫২ হাজার টাকা), মধুপুর এলজিইডি রাস্তা হতে সাতকাপনের রাস্তা ইট সলিং করণ (১ লক্ষ টাকা), হামিদনগর মাদ্রাসায় জানালার গøাস নির্মাণ (১ লক্ষ টাকা), বিষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামন হতে হিরা মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তা ইট সলিং (৩ লক্ষ টাকা), সুতিন মুড়াগাও রাস্তার সুতিন শ্যাম বাড়ির রাস্তা হতে মুড়াগাও স্কুল পর্যন্ত রাস্তা ইট সলিং করণ (৩ লক্ষ টাকা), দক্ষিণ মুগকান্দি গ্রামের মাষ্টার শামীমের বাড়ি থেকে কবরস্থানের রাস্তা ইট সলিং করণ (১ লক্ষ ৫০ হাজার টাকা), খড়িয়া বর্ডের হাঁটি রাধাকৃষ্ণ মন্দির উন্নয়ন (৫২ হাজার টাকা), সোয়াইয়া বাইতুন নূর পুরাতন জামে মসজিদ উন্নয়ন (৫২ হাজার টাকা), সাতকাপন জামে মসজিদ উন্নয়ন (১ মে.টন চাল), দক্ষিণ মুগকান্দি জামে মসজিদ (১ মে.টন চাল), মুগকান্দি জামে মসজিদ (১ মে.টন চাল), বিষ্ণপুর জামে মসজিদ (১ মে.টন চাল), রুয়াইল শ্মশানঘাট উন্নয়ন (১ মে.টন চাল), রসুলপুর জামে মসজিদ (১ মে.টন চাল), বায়তুল হামিদ জামে মসজিদ (১ মে.টন চাল)।
এসময় উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার রিতা, আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদ, সোয়াইয়া বাজার কমিটির সভাপতি ফারুক মিয়া, মিরপুর ইউপির মহিলা মেম্বার পারভিন আক্তার এবং স্থানীয় আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ সাতকাপন ইউনিয়নের বিশিষ্ট মুরব্বিয়ানসহ সর্বস্তরের জনগণ।