শায়েস্তাগঞ্জে পুলিশি বাধা উপেক্ষা করে শিক্ষার্থীদের বিক্ষোভ
তারিখ: ২-অগাস্ট-২০২৪
নুর উদ্দিন সুমন \

পুলিশি বাধা উপেক্ষা করে চুনারুঘাট উপজেলার ঢাকা সিলেট মহাসড়ক শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় আন্দোলনকারীরা নতুন ব্রীজের পেট্টাল পাম্প থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পেট্টোল পাম্প থেকে ঢাকা সিলেট মহাসড়কের দিকে অগ্রসর হলে আইনশৃঙ্খলা বাহিনীর বাঁধায় মহাসড়কে অবস্থান করতে পারেনি।  পরে শিক্ষার্থীরা হক ফিলিং স্টেশনে দাড়িয়ে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলে জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন স্থান থেকে যোগ দেন শিক্ষার্থীরা। পরে মিছিলটি পেট্টোল পাম্পেই পথসভা করে  সমাপ্ত হয়। শিক্ষার্থীরা জানায়, সারাদেশে ছাত্র-জনতার উপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা-মামল, গুম, খুন ও শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের ৯ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা। পরে শিক্ষার্থীরা চলে গেলে সাড়ে ৪টায় দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে শায়েস্তাগঞ্জ গোলচত্ত¡র মোড়, ঢাকা সিলেট মহাসড়কের উভয় পাশে পুলিশ অবস্থান করে চার পাশ ঘিরে রাখে। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি হিল্লোল রায় বলেন, ‘শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশি তৎপরতার ছাত্ররা রাস্তার পাশে পেট্টোল পাম্পে শান্তিপূর্ণভাবে সভা করে। তবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার, সহকারী কমিশনার ভূমি মাহবুবু আলম মাহবুব, মাধবপুর সার্কেল সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী,  চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি হিল্লোল রায় ও শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোবারক হোসেন  র‌্যাব, বিজিসহ বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত থেকে পরিস্থিতি শান্ত করেন।