লাখাইয়ে ১৫ লাখ টাকা আত্মসাত মামলার পলাতক আসামি গ্রেফতার
তারিখ: ২-ফেব্রুয়ারী-২০২৫
স্টাফ রিপোর্টার \

 লাখাই থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫ লাখ টাকা আত্মসাৎ মামলার পলাতক আসামী মোঃ ইসমাইলকে গ্রেপ্তার করেছে। থানা সুত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে পুলিশের এস আই আক্তারুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে বুল্লা বাজার এলাকায় অভিযান চালিয়ে মোড়াকরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহাম্মদ আলীর মেয়ের জামাই ও জিরুন্ডা গ্রামের মৃত শামসুল ইসলামের ছেলে মোঃ ইসমাইল (৪৭) কে গ্রেপ্তার করে। জানা যায়, লাখাই মহিলা দলের আহবায়ক পান্না আক্তার এর দায়েরকৃত ১৫ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারনা মামলার আসামী ইসমাইল। 
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বন্দে আলীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, গ্রেপ্তারকৃত আসামী গতকাল শনিবার হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে প্রেরন করা হবে।