নবীগঞ্জের বাল্লার হাট-গলা চিপা রাস্তায় চলাচলে বাঁধা \ এলাকায় উত্তেজনা
তারিখ: ২-ফেব্রুয়ারী-২০২৫
নবীগঞ্জ প্রতিনিধি \

নবীগঞ্জ উপজেলার ১নং বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের বাল্লার হাট হতে গলা চিপা ইট সলিং রাস্তায় জনগণকে চলাচলে বাধা প্রদান করা হচ্ছে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা দেখা দিয়েছে।
জানা যায়, উক্ত রাস্তা দিয়ে আমড়াখাই ও ফতেহপুর এবং রসুলপুর গ্রামের প্রায় ৬ হাজার মানুষ যাতায়াত করেন। মকার হাওরের সাধারণ কৃষকরা ওই রাস্তা দিয়ে হাওর থেকে ধান তুলার একমাত্র রাস্তা এটি। ওই রাস্তায় চলাচলে বাধা সৃষ্টি করায় চরম ভোগান্তে পোহাচ্ছে ওই এলাকার মানুষকে। এনিয়ে হবিগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা ধায়েরের ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হচ্ছে।
এ রাস্তা নিয়ে আমড়াখাই গ্রামের ইসলাম উদ্দিন নামের এক ব্যক্তি জামিল হকের নিকট থেকে পাওয়ার এনে হবিগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। মামলা দায়ের এর পর থেকে এলাকায় টান-টান উত্তেজনা সৃষ্টি হয়েছে। এতে করে সাধারণ জনগণের মধ্যে যে কোন সময় বড় ধরণের সংঘর্ষ হওয়ার সম্ভবনা রয়েছে।
উল্লেখ্য উক্ত জায়গা নিয়ে বিগত হবিগঞ্জ সহকারী জজ আদালত, নবীগঞ্জ, হবিগঞ্জ এ আনিছুল হক গং বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। উক্ত আদালত মামলাটি খারিজ করেন।