হবিগঞ্জ শহরে পিডিবির বিদ্যুত নেয়ার কোনো সিডিউল নেই। প্রত্যেক শনিবার কাজ করার কথা বলে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বিদ্যুত বিহীন করে রাখা হচ্ছে শহরবাসীকে। সারাদিন বিদ্যুত বন্ধ রাখার পর রাতের বেলাও দুই একবার ৩০ মিনিট করে বিদ্যুত নেয়া হচ্ছে। দিনভর বিদ্যুত না থাকার কারণে প্রত্যেক শনিবারই ভোগান্তিতে পড়তে হয় শহরবাসীকে। রান্না থেকে শুরু করে দৈন্যন্দিন কাজ করতে পারেন না শহরবাসী। গ্রাহকদের অভিযোগ, প্রত্যেক শনিবার এলেই রাজনগর ফিডারে গাছের ডালপালা কাটার নাম করে দিনভর বিদ্যুতবিহীন করে রাখা ওই ফিডারের আওতাধীন সকল গ্রাহককে। বিগত কয়েক বছর বছর ধরেই প্রত্যেক শনিবার সাপ্তাহিক ছুটির মতো করে দিনভর বিদ্যুতবিহীন করে রাখা হয়। আর কতদিন অতিবাহিত হলে পিডিবির গাছের ডালপালা কাটা শেষ হবে? এমন প্রশ্ন অনেক ভুক্তভোগী গ্রাহকদের।
এ ছাড়া সামনে রমজান মাস ও গরমের দিন আসতে শুরু করেছে। শীতকালেই যদি পিডিবির এমন বেহাল অবস্থা হয় তবে গরমে দিনে কি অবস্থা হবে তা নিয়ে শংকায় আছেন গ্রাহকরা। গত শুক্রবার মাইকিং করা হয় সকাল ৮টা থেকে ৫ টা পর্যন্ত শহরে বিদ্যুত থাকবে না। কিন্তু ১ ঘন্টা আগে থেকেই বিদ্যুত নেয়া হলেও দেয়া হয় ১ ঘন্টা পর সন্ধ্যা ৬টায়। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন গ্রাহকরা।