ভৈরবে অস্ত্রের মুখে জিম্মি করে আজমিরীগঞ্জের ৫ ব্যক্তির টাকা ছিনতাই
তারিখ: ২-ফেব্রুয়ারী-২০২৫
স্টাফ রিপোর্টার \

 ভৈরবে অস্ত্রের মুখে জিম্মি করে আজমিরীগঞ্জের ৫ দিনমজুরের টাকা ছিনিয়ে নিয়েছে  ছিনতাইকারীরা। গতকাল শনিবার সকালে চিহ্নিত ছিনতাই এলাকার পুরাতন রেল ব্রিজের উপর এ ঘটনা ঘটে। এ ঘটনায় সর্বহারা দিন মজুররা হলেন, আজমিরীগঞ্জ উপজেলার বাসিন্দা হাবিবুর রহমান এর ছেলে জাকির মিয়া, একই এলাকার আক্তার মিয়ার ছেলে আতাব উদ্দিন, আলকাছ মিয়ার ছেলে আলামিন মিয়া, রজব আলির ছেলে নাজমুল হোসেন ও উছমান আলির ছেলে আকাশ মিয়া।
এ বিষয়ে ভুক্তভোগীরা জানান, বেশ কয়েকদিন যাবত তারা ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ বাহাদুরপুর এলাকা দিন মজুরের কাজ করছে। সপ্তাহ শেষে মজুরির টাকা নিয়ে বাড়ির উদ্দেশ্যে যেতে আশুগঞ্জ হয়ে পারাপার দিয়ে সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর ভৈরব প্রান্তে নামে। ব্রিজের নিচে দিয়ে পুরাতন হাবিলদার আব্দুল হালিম রেলওয়ে সেতু উপরে উঠা মাত্র তিনজন ছিনতাইকারীর কবলে পড়ে। এসময় তাদের সর্বস্ব লুট করে নিয়ে যায়। তাদের চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা ছুটে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। 
এ বিষয়ে ভুক্তভোগী আল আমিন বলেন, আমরা দিনভর পরিশ্রম করে মজুরি পায়। খেয়ে না খেয়ে পরিবারের জন্য টাকা জমিয়েছি। আমরা লঞ্চ যুগে বাড়ি যেতে এই পথে যাচ্ছিলাম। হঠাৎ তিন ছিনতাইকারী আমাদের কাছ থেকে নগদ ১২ হাজার টাকা ও দুটি মোবাইল নিয়ে গেছে? তারা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে আমাদের সব নিয়ে নিয়েছে। আমরা এখন কীভাবে বাড়ি যাবো। এখন বেশ কয়েকদিন আমাদের পরিবারগুলোর অনেক কষ্ট করতে হবে। 
এ বিষয়ে ভৈরব শহর ফাঁড়ির এটিএসআই সাইফুল ইসলাম বলেন, সকালে স্থানীয়দের মধ্যে শুনেছি রেল সেতুর উপর ছিনতাই হয়েছে। জানার পর থেকেই আমি অভিযানে নেমেছি। দ্রæত সময়ের মধ্যে ছিনতাইকারী শনাক্ত করে আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার চেষ্টা চলছে। তিনি আরো বলেন, যে কোন ঘটনার অভিযোগ পেলে কাজ করতে সহজ হয়। অভিযোগ না পেলে আমরা দায়িত্বশীল জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা দেয়ার চেষ্টা করে থাকি।