লাখাই উপজেলার পূর্ব বুল্লা গ্রামে সুজন দাশ (৭) নামের এক শিশু বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা গেছে। সে ওই গ্রামের পরেশ দাশের পুত্র। গতকাল শনিবার দুপুরে ঘরে মোবাইল চার্জ দিতে গেলে হঠাৎ বিদ্যুতস্পৃষ্ট হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।