লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগ দিয়েছেন অনুপম দাশ। আর বদলি হয়ে সড়ক পরিবহন ও সড়ক বিভাগের আওতাধীন ঢাকা বাস র্যাপিড ট্রানজিটের ব্যবস্থাপক হিসেবে লাখাই ছেড়েছেন নাহিদা সুলতানা। গতকাল শনিবার দুপুরে নবাগত ইউএনও অনুপম দাশকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নাহিদা সুলতানা। সেইসাথে কার্যালয়ের যাবতীয় কার্যক্রম ও দায়িত্ব বুঝিয়ে দেন।