সংস্কারের নামে সময় ক্ষেপন করলে দেশের মানুষ ঘরে বসে থাকবে না
তারিখ: ২-ফেব্রুয়ারী-২০২৫
স্টাফ রিপোর্টার \

 বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- সংস্কারের নামে সময় ক্ষেপন করা যাবে না। বাংলাদেশের মানুষকে বোকা ভাবলে হবে না। বাংলাদেশের মানুষ দেশের জন্য জীবন দিতে জানে। বাংলাদেশের মানুষ সময় উপযোগী সিদ্ধান্ত নিতে জানে। সংস্কারের নামে সময় ক্ষেপন করলে বাংলাদেশের মানুষ ঘরে বসে থাকবে না। বাংলাদেশের মানুষ নিজের অধিকার আদায়ের জন্য প্রয়োজনে আবারও রাজপথে যাবে। বিএনপি গত ১৭ বছর যাবত মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্রের জন্য রাজপথে আছে, আন্দোলন করছে। যতদিন পর্যন্ত জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না হবে তত দিন পর্যন্ত বিএনপি ঘরে ফিরে যাবে না। তিনি গতকাল শনিবার বিকালে শহরে ৫নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভায় এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে এই সভা অনুষ্টিত হয়।
জি কে গউছ আরও বলেন- রাজনীতি মানুষের জন্য, রাজনীতি আল্লাহর সন্তুষ্ঠির জন্য। মানুষ ঘৃনা করে এমন রাজনীতি আমরা করতে চাই না। মানুষের জন্য রাজনীতি করলে ভোটের জন্য কষ্ট করতে হয় না। তিনি বলেন- আওয়ামীলীগ দুষ্টামি করেছে। তারা বলেছে উন্নয়ন আগে, গণতন্ত্র পরে। কিন্তু উন্নয়ন গণতন্ত্রের আলাদা কোনো বিষয় না। উন্নয়ন আর গণতন্ত্র এক সাথে চলবে এটাই হচ্ছে রাজনীতি, এটাই হচ্ছে গণতন্ত্রের বৈশিষ্ট। জি কে গউছ বলেন- গত ১৫ বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। এবার মানুষ ভোট দিতে চায়। বাংলাদেশের মানুষ অধির আগ্রহে অপেক্ষা করছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য। আমরা লাইনে দাঁড়িয়ে নিজের ভোট দিতে চাই। নিজের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে চাই। কিন্তু ভোট দেয়ার ক্ষেত্রে আমাদের বিবেককে কাজে লাগাতে হবে, আবেগ পরিহার করতে হবে। কাকে ভোট দিলে এই শহর এই জেলা নিরাপদ থাকবে তাকে ভোট দিতে হবে। তিনি বলেন- যারা গত ১৫ বছর ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিল, যারা মানুষকে মানুষ মনে করেনি, যারা অন্যের সম্পদ নিজের সম্পদ মনে করেছিল, যারা অন্যকে বাক্যবাণে জর্জরিত করেছিল, যারা অন্যকে মাসের পর মাস বছরের পর বছর মিথ্যা মামলা দিয়ে জেল কাটিয়েছে, তাদের কারণেই ৫ আগষ্ট গণঅভ্যূত্থান সংগঠিত হয়েছে। তারাই এখন বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। কিন্তু আমরা চাই নিজের বাড়িতে থেকে রাজনীতি করতে, মানুষের পাশে থেকে স্বাভাবিক জীবন-যাপন করতে।
৫নং ওয়ার্ড বিএনপির এম এম জহিরুল হক সজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিক, জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক এডভোকেট হাজী নুরুল ইসলাম, বিএনপি নেতা এম জি মোহিত, এডভোকেট এস এম আলী আজগর, এডভোকেট আতাউর রহমান রুমি, ফিরোজ চৌধুরী, পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক এস এম আউয়াল, সিনিয়র সহ সভাপতি মুজিবুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাইমিন চৌধুরী ফুয়াদ, সাংগঠনিক সম্পাদক মর্তুজা আহমেদ রিপন, শাহ আলম চৌধুরী মিন্টু, লিটন আহমেদ, জহির“ল হক শরীফ, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক কুতুব উদ্দিন, পৌর শ্রমিকদলের আহŸায়ক মাহবুবুর রহমান মাহবুব, সদস্য সচিব আবু কায়সার সাজ্জাদ, নজরুল ইসলাম কাওছার, জেলা মহিলা দলের সহ সভাপতি নুরজাহান বেগম, আইরিন আক্তার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শিমু আক্তার চৌধুরী, সামিনা আক্তার, ডায়না খান, গোলাম আলী খান, আব্দুল কাইয়ুম মেরাজ, মোহাম্মদ আনোয়ার আলী, আতিকুর রহমান রানা, ফকির নেওয়াজ, নজরুল ইসলাম শান্ত, রাজু আহমেদ চঞ্চল, আব্দুর রউফ মোল্লা, কামাল খান, মামুন আহমেদ, আব্দুল হান্নান, অ্যাডভোকেট কুতুব উদ্দিন শামীম, শেখ মখলেছুর রহমান, কাজল আহমদ, মো: শাহিদ মিয়া, মো: বাদল মিয়া, আকবর আলী, রুহুল আমিন, এনামুল হক খান, জয়নাল আবেদীন, ফারুক আহমেদ, মোঃ সেলিম মিয়া, মোহাম্মদ জাকির হোসেন, আব্দুল জলিল, রাজন দাস, নাসির উদ্দিন, লিমন খান, সুরুজ আলী, কমর উদ্দিন ইমরান, আব্দুল আউয়াল, মোজ্জাকির হোসেন ইমন, বাবু চৌধুরী প্রমুখ।