ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে সিএনজি অটোরিকশা-ট্রাকের সংঘর্ষে চালকসহ ৫ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে এ সংঘর্ষ হয়। এ সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে এবং গাড়ি দুইটি জব্দ করা হয়। স্থানীয়রা জানান, সন্ধ্যার পর প্রায়ই ওই সড়কে সিএনজি অটোরিকশা বেপরোয়া গতিতে চলাচল করে। এর ফলে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা।