লাখাই উপজেলার সিংহগ্রামে আবিদুর রহমান (২০) নামের নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। এদিকে মৃত্যুর খবর শোনার সাথে সাথে ঠিকাদার সুজন মিয়া স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছেন। এরকম ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত আবিদুর আজমিরীগঞ্জ উপজেলার জলসুখার দক্ষিণ মহল্লার গাজি মিয়ার পুত্র।
জানা যায়- ঈদের পরে ঠিকাদার সুজন মিয়ার সাথে জহির উদ্দিনের বাড়ির ভবন তৈরির কাজে আসে সে। বিকালে সে ছাদ থেকে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাড়ির মালিক জহির উদ্দিনও সদর হাসপাতালে আসেন। তবে আবিদুরের মৃত্যুতে তিনি সটকে পড়েন। এতে রহস্যের সৃষ্টি হয়। এদিকে আবিদুরকে মৃত ঘোষণার সাথে সাথেই ঠিকাদার সুজন মিয়া হৃদরোগে আক্রান্ত হন। তাকেও সদর হাসপাতালে ভর্তি করা হয়। সদর থানার এসআই আলী আকবর লাশের সুরতহাল করে মর্গে প্রেরণ করেন। তিনি জানান, তাকে জানানো হয়েছে বিদ্যুৎস্পৃষ্টে সে মারা গেছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।