নবীগঞ্জে প্রবাসীর সুন্দরী স্ত্রীর মামলায় সাবেক যুবদল নেতা জাকির হোসেন সোহাগ (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে শহরের স্টাফ কোয়ার্টার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সে নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শ্রীমতপুর গ্রামের মৃত মোতাব্বির হোসেনের পুত্র। পুলিশ জানায়, এক প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়ায় আসক্ত হয়ে সে তার নগ্ন ছবি যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে টাকা হাতিয়ে নেয়। এক সময় টাকা না দিলে তার নগ্ন ছবি যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এ ঘটনায় নারীর প্রবাসী স্বামী তাকে তালাকের হুমকি দেয়। এতে তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েন। পরে নবীগঞ্জ থানায় মামলা করলে আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হয়। এ পরোয়ানা নিয়েও সোহাগ দলীয় কাজে অংশগ্রহণ করে। গতকাল নবীগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে। বিকালেই তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।