ব্যবস্থাপনা এলামনাই এসোসিয়েশন বৃন্দাবন সরকারি কলেজ হবিগঞ্জ-এর প্রবাসী শাখার সাংগঠনিক সম্পাদক ইউ. কে প্রবাসী মো. জমশেদ মিয়া এর সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেছেন ২০০৮-২০০৯ ব্যাচের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা। গত সোমবার (১৬জুন) সন্ধ্যা ৬ টায় হবিগঞ্জ বানিজ্যিক এলাকায় অলিত রেস্টুরেন্টে তারা এ স্বাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন ২০০৮-০৯ শিক্ষা বর্ষের মো. আলী আহমেদ উজ্জ্বল, আল- আমীন, শিপন ক‚ড়ি, আব্দুল ওয়াদুদ ও অরপিতা চৌধুরী বিউটি প্রমূখ।