আজমিরীগঞ্জে বিএনপির অফিস ভাংচুর মামলায় যুবলীগ নেতা কবির গ্রেফতার
তারিখ: ১৪-জুলাই-২০২৫
সেন্টু আহমেদ জিহান, আজমিরীগঞ্জ \

আজমিরীগঞ্জে বিএনপির অফিস ভাংচুর করা মামলায় উপজেলা যুবলীগ সদস্য কবির মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে আজমিরীগঞ্জ থানা পুলিশ। গতকাল রবিবার দুপুর ২টার দিকে অভিযান পরিচালনা করে পৌর এলাকার লঞ্চঘাট সংলগ্ন কবির মিয়ার দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয় ভাংচুর এর ঘটনায় মামলার প্রেক্ষিতে তাকে আটক করা হয়। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিএনপির কার্যালয় ভাংচুর এর ঘটনায় মামলার প্রেক্ষিতে তাকে আটক করা হয়।

প্রথম পাতা