হবিগঞ্জ বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনের বহিস্কার যুগ্ম-আহবায়ক এনামুল হক সাকিবকে জেলের ভিতর খুনের পরিকল্পনা চলছে বলে অভিযোগ তুলেছেন তার মা। তিনি গতকাল রাত ১১ টার দিকে গণমাধ্যমকে কর্মীদের ফোনে বিষয়টি জানান। তিনি বলেন, ‘আজ সকালে আমার ছেলে (এনামুল হক সাকিব) কারাগারে থাকা অন্য একজন আসামীর মায়ের হাতে একটি চিঠি দিয়ে পাঠিয়েছে। চিঠিতে সে লিখেছে ‘জেলের ভিতর তাকে খুন করার পরিকল্পনা চলছে, ইতিমধ্যে দুইবার তার উপর হামলা করা হয়েছে’।