এনার্জি রেগুলেটরী কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ-এর শাহজীবাজার বিদু্যুৎ কেন্দ্র পরিদর্শন
তারিখ: ১৪-অগাস্ট-২০২৫
স্টাফ রিপোর্টার \

মাধবপুর উপজেলার শাহজীবাজার ৮৬ মেগাওয়াট রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র ও ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন এর চেয়ারম্যান জালাল আহমেদ। গতকাল রোববার সকাল ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত দুটি বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী আব্দুুল মান্নান ও ব্যবস্থাপক মফিজ উদ্দিন আহমেদসহ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। পরে দুপুর ২ টায় তিনি ঢাকায় নিজ বাসভবনের উদ্দেশ্যে যাত্রা করেন।

প্রথম পাতা