লাখাইয়ে প্রতারণা-জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় দুইজনের বিরুদ্ধে আদালতে অভিযোগ
তারিখ: ১৭-নভেম্বর-২০২৫
লাখাই প্রতিনিধি ॥

 লাখাইয়ে প্রতারণা ও জাল জালিয়াতির সৃষ্ট অভিযোগ প্রমাণিত হওয়া দুই জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দাখিল করা হয়েছে। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল আদালত-৭ লাখাই হবিগঞ্জে এ অভিযোগপত্র দাখিল করা হয়। যাদের বিরুদ্ধে অভিযোগপত্রটি দাখিল করা করা হয়েছে তারা হল- লাখাই উপজেলার কাটিহারা গ্রামের শেখ আব্দুল বাছিরের পুত্র আব্দুর রহমান ও লখনাউক গ্রামের মৃত নোয়াব আলীর পুত্র আব্দুর রহিম। জানা যায়- উল্লেখিত দুই ব্যক্তি ভূয়া কাগজপত্র দিয়ে সংশ্লিষ্ট অফিসে নামজারির আবেদন করে। পরবর্তীতে ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা যাবতীয় প্রস্তুত করে আবেদনকারিদের নামে নামজারি করার জন্য সুপারিশ করে। এরপর ভূমি সহকারি কর্মকর্তার প্রস্তাব এর উপর আইনগত মতামত প্রদানসহ প্রতিবেদন দেয়ার জন্য সার্ভেয়ার ও কানুনগো (ভারপ্রাপ্ত)কে আদেশ দেয়া হয়। পরবর্তীতে আদেশ মোতাবেক তিনি নথিপত্র পর্যালোচনা করে দলিলগুলো সন্ধিগ্ধ মর্মে মতামত প্রদান করেন। পরে আবারো দলিলের সঠিকতা যাচাইয়ের জন্য সার্ভেয়ারকে বালাম বহি তল্লাসিক্রমে দাখিলের জন্য দায়িত্ব প্রদান করা হয়। তল্লাসি কার্যক্রম শেষে তিনি ওই কাগজপত্রের সঠিক ভিত্তি পাননি। ফলে নামজারি বাতিলসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার জন্য সুপারিশ করেন তিনি। প্রতিবেদনে প্রতারণা ও জাল জালিয়াতির বিষয়টি উঠে আসায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়।